লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে,খাবার খাবো পুষ্টি গুণে" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ৯ মে বৃহস্পতিবার ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
৯মে -১৫ মে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৪ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী।
জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৪ এ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মহিবুস ছালাম খাঁন,
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াতে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে।
মাতৃত্বকালীন মা ও পরবর্তীতে শিশুর স্বাস্থ্যসেবা সুরক্ষায় পুষ্টি নিশ্চিত করা সহ সকলের প্রতিদিন শাক-সবজি, মৌসুমি ফল, ডিম,দুধ সহ খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করা হবে।
বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য অফিসার ডাঃ লালন মিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোঃজয়নাল আবেদীন জয়,উপজেলা কৃষি অফিসার অলি হালদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃফাহমিদা আফরোজ,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃরফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃসজিব ভট্টাচার্য, সার্জারী কনসালট্যান্ট ডাঃ নাফিজ ইমতিয়াজ,ডাঃসৈয়দ হাবিবুর রহমান, ডাঃনাজমুল হাসান,গাইনী এন্ড অবস্টেট্রিক্স কনসালট্যান্ট ডাঃলিপি পাল, গাইনী এন্ড অবস্টেট্রিক্স কনসালট্যান্ট ডাঃ সৈয়দা বিলকিস খানম প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম অর্থ সম্পাদক সাংবাদিক মো: রবিন মজুমদার সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।