লালমাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
"ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ইং উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে আলোচনা সভা,র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান ৩১ জুলাই ২০২৪ইং বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পূর্বেই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়,র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পদক্ষিন করে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান।উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা আকতার।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোসাঃ মারজান আকতার,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,উদ্যোক্তা ও খামারি মোঃ আবুতাহের রনি এবং উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ বজলুর রহমান সোহাগ।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারি,উদ্যোক্তা,ব্যবসায়ী ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।পরবর্তীতে উপজেলায় মৎস্য চাষে অবদান রাখায় গুনগত মাছের পোনা উৎপাদনে মোঃ মজিবুর রহমান নিখাদ মজুমদার মেহেরকুল দৌলতপুর,বড় মাছ চাষী মোঃ কালু মিয়া হরিশ্চর এবং হুমায়ুন কবির উৎসব পদুয়াকে ক্রেষ্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।