লালমাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
'দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী,আলোচনা সভা, ঋনের চেক,সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পূর্বেই র্যালী অনুষ্ঠিত হয়,র্যালীটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সড়ক পদক্ষিন করে।
উক্ত জাতীয় যুব দিবসে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজান আক্তার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মোঃ মাসুদ করিম সহ উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ।
এসময়ে ৩০জন ব্লক বাটিকা প্রশিক্ষনার্থীদের মাঝে ৬০০শত টাকা করে ভাতা দেওয়া হয়। এবং গ্রামীন সমাজকল্যান সংস্থা,যুব সেবা ফাউন্ডেশন কে ২লক্ষ টাকা ঋন এবং গাছের ছাড়া বিতরণ করা হয়। শ্রেষ্ঠ আত্মকর্মী খোরশেদ আলম এবং গ্রামীন সমাজকল্যাণ এর পক্ষে মোসাঃ শারমিন আকতার কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।