লালমাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
”তরুণদের দেশ গড়ার অঙ্গীকার,জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে র্যালিটি কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
এসময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার, উপজেলা প্রকৌশলী সাবরিন মাহফুজ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক,বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহবায়ক ও লালমাই উপজেলার সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান, উপজেলার নেতা সাদ্দাম বিন হোসেন, আবদুল্লাহ আল ইমন সহ উপজেলার নেতৃবৃন্দ।
Leave a Reply