(লালমাই প্রতিনিধি)
৫ই অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় লালমাই উপজেলা
অডিটোরিয়ামে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে লালমাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে " শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫মপর্যায়)১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব ,যৌতুক, বাল্যবিবাহ ও করোনা ভাইরাস প্রতিরোধ " বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব ) মোহাম্মদ শওকত ওসমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ নুরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আরা তুলি , বাগমারা ২০ শয্যা হাসপাতালের
আবাসিক মেডিকেল অফিসার ডা:রওনক জাহান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মোল্লা, লালমাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চলন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মাহাবুবুর রহমান কাসেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদিন জয়, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যে যে টিভির সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কুমিল্লার আলোর সাংবাদিক মোহাম্মদ বাহারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মনু, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়া, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ, হরিশ্চর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, শাকেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বরল ইসলামিয়া মাদ্রাসার সুপার মোঃ দেলোয়ার হোসেন, বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রাসেল হোসাইন,শাহ সুফি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ জামিল,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।