লালমাইয়ে দিনব্যাপী কৃষক – কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
(জয়নাল আবেদীন জয়-বিশেষ প্রতিনিধি)
লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কৃষক – কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল, ২০২৫ খ্রিঃ লালমাই উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলার ৫০ জন কৃষক – কৃষাণীদের নিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অ এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী ” কৃষক GAP সার্টিফিকেশন ” বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সারোয়ার জামান,কুমিল্লা ডিএই অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান, লালমাই কৃষি সম্প্রারণ অফিসার মোঃ শাহিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ ইসহাক খন্দকার, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা উপসহকারী কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জিয়াউল করিম সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন।
এছাড়াও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, প্রশিক্ষণার্থী কৃষক – কৃষাণীগন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে।
Leave a Reply