লালমাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবার পেলেন জমির মালিকানা ও নতুন ঘর-দৈনিক লালমাই
মোহাম্মদ আনোয়ার হোসেন(লালমাই)
'মুজিববর্ষে ' বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না' মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সরকারি খাস জমি উদ্ধার করে সমাজের মূলধারার মানুষের সাথে ভূমিহীন ও গৃহহীন জলবায়ু উদ্বাস্তু, ক্ষুদ্র্য নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ হিজড়া,ভিক্ষুক,কুষ্ঠ রোগী,কয়লা খনীর শ্রমিক,পরিচ্ছন্নতা কর্মী,চা শ্রমিক,ভূমিহীন কৃষক,ছিন্নমূল, প্রতিবন্ধী,অতি দরিদ্র নারী ও ছাত্র - ছাত্রী, বেদে,দলিত,হরিজনসহ সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্যেও জমির মালিকানাসহ সেমিপাকা ঘর প্রদান করা হচ্ছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬ শে এপ্রিল মঙ্গলবার লালমাই উপজেলা পরিষদের হলরুমে বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩য় পর্যায়ে লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের জামির মৌজায় ভূমিহীন ও গৃহহীন ১০ টি পরিবারকে ভূমি মালিকানার দলিল ও সেমিপাকা গৃহের চাবি হস্তান্তর করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি মালিকানার দলিল ও সেমিপাকা গৃহের চাবি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাসরিন আক্তার,লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আইয়ুব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,লালমাই প্রেস ক্লাবের সভাপতি, চলন পত্রিকা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী,কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান,মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ সাইদুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম, সহকারী অফিসার মোঃ ইব্রাহিম খলিল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা ডিজিএম মোঃ খোরশেদ আলম,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক,দৈনিক শিরোনাম প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,কুমিল্লার সময় নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন,লালমাই প্রতিদিন ও লালমাই টিভির সম্পাদক সাংবাদিক মোঃ জসীম উদ্দিন,সাংবাদিক অরুণ পাল, সাংবাদিক মোঃ রুহুল আমিন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প পৃথিবীর ইতিহাসে ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য বাংলাদেশ অন্যন্য দৃষ্টান্ত।আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমাই উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০ টি পরিবারকে ভূমি মালিকানা ও সেমিপাকা নতুন ঘর প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল)এমপি,কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপঃ প্রকৌশলী মোঃসাইফুল ইসলাম।