লালমাইয়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধি
১৮ই এপ্রিল বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ-২০২৪ প্রদর্শনীর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদে ভরবো দেশ,গড়বো স্মারক বাংলাদেশ এ স্লোগান নিয়ে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০২৪ প্রদর্য়নীর উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার অলি হালদার, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: রফিকুল ইসলাম,লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো: আবদুল মোতালেব,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন জয়,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মুজিব, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মালেক, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছোট শরীফপুর ডিগ্রি কলেজের প্রভাষক আমান উল্লাহ আমান,পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মো: হারুনুর রশীদ,লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো: রবিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রুবেল হোসেন, সহ বিশিষ্ট খামারীগন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীগন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply