লালমাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৬ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৮৫৭ কেজি পোনা মাছ বিতরণ
(লালমাই প্রতিনিধি)
লালমাই উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৬ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৮৫৭ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।
২৪শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় লালমাই উপজেলা পরিষদের সামনে উপজেলার ৮৬ জন মৎস্য চাষীদের মাঝে ১০ কেজি করে রুই, কাতল, মৃগেল মাছের পোনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান এর তত্ত্বাবধানে পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা পত্রিকা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন সহ উপজেলা প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীগন।
Leave a Reply