লালমাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে লালমাই উপজেলাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ড সম্মেলন (বলিপদুয়া,মহেষপুর) অনুষ্ঠিত হয়।
২৬অক্টোবর (শনিবার) বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া কলিয়ারটেক জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর আলহাজ্ব মাওলানা মুজিব উল্লাহ'র সভাপতিত্বে এ সম্মেলন বলিপদুয়া ও মহেষপুর গ্রামবাসীর সর্বস্তরের জনগনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ড সম্মেলনে বাগমারা দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আকতার হোসেন এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা শুরা- সদস্য ও ভূলইন উত্তর ইউনিয়ন আমীর মাওলানা মুঃ ইসমাইল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন আমীর মাওলানা নাইম উদ্দিন সিদ্দিক।স্বাগত বক্তব্য রাখেন ৯ ওয়ার্ড সভাপতি মাওলানা কামরুজ্জামান।
এসময়ে ওয়ার্ড সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইমাম হোসেন,সেক্রেটারী মুঃ ইকবাল হোসেন,বাগমারা দঃ ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবদুস সোবহান,বাগমারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জামায়াত নেতা মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার,ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মুঃ আইমান হোসেন ও সেক্রেটারি মুঃরাকিব হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা দঃ ইউনিয়নের সভাপতি মুঃ নিজাম উদ্দিন, ২নং ওয়ার্ড জামায়াতর সভাপতি মুঃ জাকির হোসেন,জামায়াত নেতা ডাঃ হুমায়ুন কবির,মীর জাহাঙ্গীর আলম,কাজী সাইফুল ইসলাম প্রমূখ।