লালমাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকই উত্তর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলাধীন বাকই উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২২টি গ্রামের নেতা কর্মী সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
৯মে (শুক্রবার) সকাল ৮.৩০টায় ইউনিয়নের নুরপুর বাজার সংলগ্ন মাঠে বাকই উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ মোতালেব হোসাইন এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা ১০আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দঃ জেলা সেক্রেটারি ড.সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকই উত্তর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দঃ জেলা শাখার অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুন নূর, সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ।
উক্ত ইউনিয়ন সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহঃ সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান,সহঃ সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ কামাল হোসেন,ভুলইন উত্তর ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন,ভূলইন দঃ ইউনিয়ন আমীর মাওলানা রবিউল হোসেন ও কবি ফারুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন জামায়াতের ইসলামীর রাজনীতিকে তিনি ইবাদত হিসেবে মনে করেন,জামায়াত আগামীতে ক্ষমতায় আসলে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে,বিশেষ করে নারীদের বেলায় ইসলামে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই তাদের অধিকার নিশ্চিত করা হবে।তিনি আরো বলেন মাদক, জুয়া,ইভটিজিং, সন্ত্রাস,টেন্ডারবাজী সকল ধরনের অপকর্ম বন্ধে কাজ করবে।
Leave a Reply