লালমাইয়ে বাগমারা উঃ ও দঃ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১৬ই নভেম্বর শনিবার বিকেলে ৩ টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মোঃ আসলাম মজুমদার মেম্বার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব (প্রস্তাবিত) ইউসুফ আলী মীর পিন্টু এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন ছাত্র - যুব সংগঠক ও জেলা বিএনপির নেতা ড. শাহ মোঃ সেলিম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহরাব হোসেন পলাশ, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মোঃ মাসুদ করিম, যুগ্ম আহবায়ক ও পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ আক্তার হোসেন,সদস্য সচিব মোঃ ওমর ফারুক চৌধুরী,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজুল আলম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মোঃ আবদুল খালেক, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফেজ মোঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম,জেলা যুব দলের সদস্য মোঃ মানিক মিয়া, সহকারী অধ্যাপক মোঃ তারেকুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম, উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোসলেম উদ্দিন,দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী,বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, লালমাই উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, জেলা যুবদলের সদস্য মোঃ মনির হোসেন ডালিম ,বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ আহমেদ,বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আমান মজুমদার,,উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ কামরুল হাসান প্রমুখ।
এসময় সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল,মৎস্যজীবী দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দক্ষিণ কুমিল্লা উন্নয়নে ৬ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে আগামী ৫ ই জানুয়ারি অবস্থা কর্মসূচীতে সকলকে অংশগ্রহণের আহবান জানান। দক্ষিণ কুমিল্লার প্রবেশপথ পদুয়ারবাজার বিশ্বরোড চৌরাস্তায় সংস্কার করে সরাসরি যাতায়াতের ব্যবস্থা করা হবে।পুরো সদর দক্ষিণ উপজেলাকে সিটি করপোরেশনে অন্তভূক্তকরণ এবং লালমাই উপজেলায় বাগমারা ও ভূশ্চিকে ২ টি পৌরসভা বাস্তবায়ন করা হবে।৷