লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ও সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী'র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড (আশকামতা,বড়ইয়া) সম্মেলন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বস্তরের সর্বসাধারনের অংশগ্রহণে অনুষ্ঠিত।
৭ নভেম্বর (শুক্রবার) আশকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুল কাদের জিলানীর সভাপতিত্বে সম্মেলন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ড.মোঃ শফিকুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমাই উপজেলার সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুজিব উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর গোলাম সারওয়ার মজুমদার কামাল,সেক্রেটারী মাওলানা আবদুর নুর,সহ-সেক্রেটারী মোঃ কামাল হোসেন,সহ-সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমাই উপজেলা সভাপতি মাওলানা ইমাম হোসেন।
উক্ত সম্মেলনে উপস্থিত থেকে নেতা কর্মিদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাগমারা দঃ ইউনিয়ন আমীর মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকী,সেক্রেটারী মাওলানা আবদুস সোবহান,লালমাই উপজেলা কর্মপরিষদ সদস্য ও পেরুল উত্তর ইউনিয়নের আমীর কবি ফারুক আহমেদ,বাগমারা দঃ ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি জাকির উল্লাহ,অত্র ওয়ার্ড এর সহ সভাপতি হাফেজ ছফির উদ্দিন,এবং মাওলানা নিজাম উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন IBWF এর বাগমারা দঃ শাখার সভাপতি মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা দঃ ইউনিয়নের সভাপতি মু.নিজাম উদ্দিন,যুব বিভাগের সভাপতি নেছার উদ্দিন মিশু প্রমূখ।