মোহাম্মদ আনোয়ার হোসেন
১৯ ফেব্রুয়ারি শনিবার লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্দ্যোগে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারনে জনজীবনে দূর্ভোগ যাতে না হয় সে কথা চিন্তা করে পানি নিস্কাশনের জন্যে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম।
আরো উপস্থিত ছিলেন বাগমারা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হানিফ মজুমদার,সহ-সভাপতি হাজী মফিজুল ইসলাম,সাধারন সম্পাদক আলহাজ্ব নুর হোসেন,নির্বাহী সদস্য মোঃমফিজুল ইসলাম,রিপোর্টার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য গত ৩ফেব্রুয়ারি বাগমারা বাজারের ব্যবসা পরিচালনা কমিটি দীর্ঘ ২০ বছর পর লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম এর নির্দেশনায় অনুমোদিত হয়।
এসময় ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হানিফ মজুমদার বলেন ঐতিহ্য বাহী শতবর্ষী বাগমারা বাজার পরিচালনা কমিটি অনুমোদন দেওয়ায় লালমাই উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বি কম কে ধন্যবাদ জানান এবং বাগমারা বাজারের সুনাম রক্ষার্থে কাজ করে যাবেন।এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর হোসেন বলেন বাগমারা বাজারে ব্যবসায়ীরা সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করতে পারে ও ক্রেতাদের যেন কোন অসুবিধা না হয় এ নিয়ে কাজ করবো।