লালমাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমাই উপজেলার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক আমিন।
রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০ টায় বাগমারা বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্লাজার দ্বিতীয় তলায় উপজেলার সকল ইউনিয়নের কমান্ডারদের মাধ্যমে মোট ৪৫ জন বীর মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সহ উপজেলার সকল ইউনিয়নের কমান্ডারগন উপস্থিত ছিলেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারকে মুক্তিযোদ্ধাদের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। তিনি মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply