মোহাম্মদ আনোয়ার হোসেন
ঐতিহাসিক ৭ই মার্চ সোমবার সকাল ৯ঘটিকায় উপজেলা মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান লালমাই উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রওনাক জাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী উপজেলা সহকারি পল্লি কর্মকর্তা মোঃআবদুল মোতালেব, সমাজসেবা কর্মকর্তা মোঃসাহিদুর রহমান সহ উপজেলার সকল কর্মকর্তা ও লালমাই থানা পুলিশের কর্মকর্তাগণ।
উপজেলা পরিষদের মিলনায়তনে সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃসাইফুল ইসলামের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারি কমিশনার ভূমি নাছরিন আক্তার,লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাঃরওনক জাহান,উপজেলা কৃষি কর্মকতা জোনায়েদ কবির খান,লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব,এল জি ই ডি প্রকৌশলী উজ্জল চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক,যুব কর্মকতা মোঃমনির হোসেন,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃআবদুল মোতালেব,সমামসেবা কর্মকর্তা মোঃ সাহিদুর রহমান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।