লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ মঙ্গলবার উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতি নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন ,উপজেলা কৃষি অফিসার অলি হালদার।
উপজেলা এলজিইডি অফিসার ইঞ্জিনিয়ার মোঃজাহিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃরফিকুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে কুচকা আওয়াজ, প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুন নাহার,
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলা নির্বাচন কমিশনার কাজী আক্তার হোসেন,কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ বাগমারা শাখার ডিজিএম মোঃ হানিফ মিয়া,পরিসংখ্যান অফিসার মোঃসাইফুর রহমান,পল্লী উন্নয়ন অফিসার মোঃ মোতালেব হোসেন,উপজেলা প্রকল্প অফিসার মোঃজাকির হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান,উপজেলা তথ্য আপা অফিসার রাবেয়া পারভীন,স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়। সূর্য উদয়নে প্রথম প্রহরে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সকাল ৬ঃ৩৫ মিনিটে শহীদ মিনার ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার- ভিডিপি,বিএনসিসি,উপজেলার সকল স্কুল, কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান,স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড,কাবস,শিশু - কিশোর সংগঠন, কুচকাওয়াজে অভিবাসন গ্রহণ, শরীর চর্চা প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
বেলা ১১টায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংধর্বনা অনুষ্ঠান ও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন, সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন,লাকসাম উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: লুৎফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আনোয়ার উল্লাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রমুখ।বাদ যোহর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরুদ্ধী কার্যক্র্যমে জনমত সৃষ্টির লক্ষ্য আলোচনা সভা,শহীদ মুক্তিযোদ্ধাদের বিদাহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য,জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ,মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা আওয়ামীলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সিনিয়র সহ-সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা প্রাথমিক শিক্ষক সময় সভাপতি বিকাশ চন্দ্র সিনহা, সাধারণ সম্পাদক মো: মোসলেম উদ্দিন,লালমাই থিয়েটারের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ সামাজিক, সাংস্কৃতিক,বিভিন্ন শিক্ষা - প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন প্রমুখ।