লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত
(নিজস্ব প্রতিবেদক)
মঙ্গলবার (২৬শে মার্চ) লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ পালন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার,লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক আমিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক,উপজেলা প্রকৌশলী সাবরিন মাহফুজ, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক,উপজেলা প্রকল্প অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা সহকারী অফিসা, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ সুচনা করা হয়েছে।
সূর্য উদয়নে প্রথম প্রহরে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, লালমাই থানা পুলিশ সকাল ৬ঃ৩৫ মিনিটে শহীদ মিনার,
সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার- ভিডিপি,বিএনসিসি,উপজেলার সকল স্কুল, কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান,স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড,কাবস,শিশু – কিশোর সংগঠন, কুচকাওয়াজে অভিবাসন গ্রহণ, শরীর চর্চা প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংধর্বনা অনুষ্ঠান ও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ যোহর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম জনমত সৃষ্টির লক্ষ্য আলোচনা সভা,শহীদ মুক্তিযোদ্ধাদের বিদাহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য,জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল , বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,নির্বাহী সদস্য মোঃ আহসান উল্লাহ রাজু সহ সামাজিক, সাংস্কৃতিক,বিভিন্ন শিক্ষা – প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী প্রমুখ।
Leave a Reply