মোহাম্মদ আনোয়ার হোসেনঃ
১৮ই অক্টোবর সোমবার সকাল ১১.৩০ মিনিটে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বি কম,নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম সহ সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক, শিক্ষার্থীগন,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।