লালমাইয়ে সাইবার ক্রাইম সাইবার অপরাধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই'
এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৬জানুয়ারি (বৃহস্পতিবার)সাইবার ক্রাইম সাইবার অপরাধ বিষয়ক কর্মশালা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান এর সভাপতিত্বে বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও স্থানীয়ন ৬০জন যুবকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,এবং উপজেলা আইসিটি অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (R M O) লালমাই মহিলা কলেজ এর অধ্যক্ষ, বাগমারা বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালমাই উপজেলা সমন্বয়ক বৃন্দ।