লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নের অন্তর্গত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ১৮নভেম্বর (সোমবার) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে শিক্ষক,অভিভাবক,ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা সামিউল ইসলামের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বরুড়া উপজেলার স্বনামধন্য ধন্য প্রতিষ্ঠান চালিতাতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল কাশেম মোঃ ফজলুল হক।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়।
অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান,অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আলমগীর হোসেন,মোঃ জসিম উদ্দিন।পরর্বীতীতে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী আবুল কাশেম মোঃ ফজলুল হক বরুড়া উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং অত্র মাদ্রাসার সুপার মাওলানা সামিউল লালমাই উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ২০২৪ নির্বাচিত হওয়ার মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।এবং সিধুচী কাজীবাড়ী দারুচ্ছুন্নাত কমপ্লেক্সের স্থায়ী হিসেবে আজকে সমাবেশে মোঃ রফিকুল ইসলাম হান্নান ও রাশেদ কামাল কে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।