লালমাইয়ে ১২০ জন কৃষকদের মাঝে পারিবারিক সবজি বাগানের কৃষি উপকরণ বিতরণ
(নিজস্ব সংবাদাতা)
১ এপ্রিল সোমবার লালমাই উপজেলা কৃষি অফিস কতৃক উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনাবাদি ও পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রথম কিস্তিতে ১২০ টি প্রদর্শন উপকরণ সবজি বাগানের ২১ প্যাকেট সবজি বীজ ও ৬ টি ফলের চারা বিতরণ করেন। কৃষি উপকরণের মধ্যে আম চারা,পেয়ারার চারা,লেবুর চারা,মাল্টার চারা,পেঁপের চারা সহ নেট, ঝাঁঝরী ও বীজ সংরক্ষণ পাত্র এবং সাইনবোর্ড প্রত্যকের মাঝে বিতরণ করা হয়।
মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১-২২ অর্থবছরে
পারিবারিক সবজি বাগানের কার্যক্রম শুরু হয়ে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম কিস্তির পুনঃস্থাপনের আওতায় ১২০ জন কৃষককের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার অলি হালদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার (উদ্ভিদ সংরক্ষণ) আবদুল মান্নান মোল্লা, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো: ফজলুল হক, ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার আহসান হাবিব, উপসহকারী কৃষি অফিসার মোসলেম উদ্দিন, জিয়া উদ্দিন প্রমুখ।
Leave a Reply