লালমাইয়ে ৯শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বাবদ প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্বোধন ২৬ জুন বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অলি হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা উপ সহকারি কৃষি অফিসার ( উদ্ভিদ সংরক্ষন) মোঃআবদুল মন্নান মোল্লা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহরাওয়ার্দী হোসেন,উপজেল সহকারি কৃষি পরিমল চন্দ্র সরকার।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা উপ সহকারি কৃষি অফিসার আহসান হাবিব,মোঃ জিয়া উদ্দিন,মোঃ মোসলেহ উদ্দিন,মোঃ ফজলুর রহমান সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৯শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণী গন।