লালমাইয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার,
অপহরণ কারী গ্রেফতার
লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় গত ১৩ সেপ্টেম্বর ৫ম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। অপহরণের ৪ দিন পর জান্নাত(১১) ছাত্রীকে উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। এ সময় অপহরনের অভিযোগে শাকিল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে বলে জানা যায় । রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ সরকার জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার শাকিলকে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপহরণকারী শাকিল ফেণী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ ভাষ্য, গত ১৩ সেপ্টেম্বর বাগমারা দারুল হেকমা মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী জান্নাতকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে বাগমারা সওদাগর বাড়ির সামনে বাগমারা হইতে ভূশ্চি গামী পাকা রাস্তার উপর উঠলে পূর্ব থেকে ওতপেতে অপহরণ করে বিয়ের প্রলোভন দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাকিল । কোচিং ছুটির দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও জান্নাত বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে জানতে পারে শাকিল নামে এক যুবক তাকে অপহরণ করেছে। পরে জান্নাতের পিতা মো. দুলাল হোসেন বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর রাতে লালমাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
চার দিন পর শনিবার রাতে অপহৃত ও অপহরনকারীকে প্রযুক্তি ব্যবহার করে বান্দরবন জেলার সদর থানার বাস-স্টেশন এলাকা থেকে গ্রেফতার করছে লালমাই থানার এসআই জামিল মিয়া ও সঙ্গীয়ফোর্স।