(মোস্তফা কামাল মজুমদার)
১৫ই সেপ্টেম্বর বুধবার সকাল ১০ঃ৩০ মিনিটে লালমাই উপজেলা পরিষদের সভাকক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী সাব-কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্র্যাম বাস্তবায়ন বিষয়ক অবহহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে কর্মশালা শুরু হয়।
ব্র্যাক পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা অবহিতকরণ কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, খাদ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক,মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, মৎস্য অফিসার মহিউদ্দিন আহমেদ,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি আহমেদ,নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহা,দুতিয়াপুর হাজী বাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন,হাজত খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক,প্রধান শিক্ষক মনজুমা সুলতানা প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লালমাই, বরুড়া ও লাকসাম এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার আশুতোষ চক্রর্বতী।
উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্র্যমের মাধ্যমে বিদ্যালয়ে বহির্ভূত (ঝড়ে পড়া এবং ভর্তি না হওয়া) ৮ – ১৪ বছরের শিশুদের দ্বিতীয় বার সুযোগ দেওয়া।
কুমিল্লা অঞ্চলে ব্র্যাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম সরকারের প্রকল্প ভিত্তিক শিক্ষাকে বাস্তবতায় করছেন।
প্রতিটি কেন্দ্র ২০-৩০ জন ছাত্র / ছাত্রী পাঠদানের ভর্তি হতে হবে।২০-৪৫ বছর বয়সের এইচএসসি পাশ একজন নারী শিক্ষক পাঠদান করবেন।
প্রতিদিন ৩ ঘন্টা করে সাপ্তাহে ৬ দিন সরকারের নির্দেশা অনুযায়ী পাঠদান করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউট বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন।৫৩টি সহায়ক সংস্থা মোট ৩০ লক্ষ শিক্ষার্থী নিয়ে করছেন।
১০ লক্ষ শিক্ষার্থী পাঠদানে অংশগ্রহণ এবং ১ লক্ষ শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন।
১৯৮৫ সাল থেকে এ কার্যকক্র্য শুরু হয়।
লালমাই উপজেলায় ৫৬টি উপকেন্দ্র প্রতিটি ৭ সদস্য কমিটি দ্বারা পরিচালিত হবে।
এ প্রকল্প ১৬ই সেপ্টেম্বর ২০২০ – ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত চলবে।
Leave a Reply