লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
"অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি"এ প্রতিপাদ্য কে সামনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দঃ কুমিল্লার সহযোগিতায়,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প,অগ্নিকান্ড,বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া এবং র্যালি ও আলোচনা সভা ১৩ অক্টোবর ২০২৩ ইং শুক্রবার সকাল ১১টায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানের পূর্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার।
এছাড়াও র্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,বাগমারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আইউব আলী,মোঃ মিজানুর রহমান,ডাঃ মোঃ শাহজালাল,বাগমারা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মোঃ খলিলুর রহমান,মোঃ ইলিয়াছ,মোঃ আবদুল মমিন,মোঃ রুবেল হোসেন,মোঃ রেজাউর রহমান রাজীব,নিরঞ্জন চন্দ্র দাস,সাধন সিংহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মোঃ হোসেন মোবারক,মোঃ কামাল হোসাইন সহ বাগমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার পরে ভূমিকম্প,অগ্নিকান্ড,বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া নেতৃত্ব দেন ষ্টেশন অফিসার কুমিল্লা মীর মোহাম্মদ মারুফ ও ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার মোঃ নাঈম মজুমদার।