মোস্তফা কামাল মজুমদারঃ
৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় লালমাই উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দূর্নীতি বিরুধী দিবস-২০২১ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
লালমাই উপজেলা প্রশাসনের দূর্নীতি প্রতিরোধ কমিটি কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শিল্প কলা একাডেমি ও লালমাই থিয়েটারের শিল্পীদের যৌথভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানব বন্ধন করা হয়।
"আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দূর্নীতিকে না বলুন" এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায ও নারী জাগরণের অগ্রদুত বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাছরিন আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ঢাকা এনাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোতাহার হোসেন জুয়েল, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ রওনক জাহান, মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ হাসনাত, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,যেযে টিভি জেলা প্রতিনিধি,দৈনিক রুপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,লালমাই উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ বাহারুল আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই উপজেলার নির্বাহী সভাপতি ডাঃ এম রবিউল আলম, লালমাই থিয়েটার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বরল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি রাণী সিংহ,মোজাম্মেল হোসেন মেম্বার, দিলীপ চন্দ্র সিংহ মেম্বার, মোকসদ আলী,নারী নেত্রী হাসিনা আক্তার, উপজেলা সিএ মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।