লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
"শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা"
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ বুধবার লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল মালেক বিকম।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হানিফ সরকার, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লালমাই থিয়েটারের সভাপতি ও কিশোর - কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি ও সংগীত শিক্ষক বাউল তাহমিনা আক্তার, সংগীত শিক্ষক মোঃ বাহারুল আলম, আবৃত্তি শিক্ষক মোঃ আবদুর রব, প্রস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ কিশোর - কিশোরী ক্লাবের শিক্ষক মন্ডলী বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, ছাত্র - ছাত্রী বৃন্দ।