আনোয়ার হোসেন(লালমাই)
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আমুয়া গ্রামবাসীর উদ্যােগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাপোর্টার্স এর সার্বিক তত্বাবধানে আমুয়া চৌমুহনী সংলগ্ন মাঠে "ডাবল এলইডি কাপ " ক্রিকেট নাইট শর্ট পিস খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক ও বর্তমান আওয়ামী যুবলীগের প্রিয় মুখ জনাব আমান উল্যাহ আমান ও যুগ্ম আহবায়ক মাষ্টার শাহজাহান এর সঞ্চালনায় ক্রিকট শর্ট বাউন্ডারি,হাঁড়ি ভাঙা,চোখ বেধে হাঁস ধরা,রশি টানাটানি খেলা,র্যাফল ড্র খুবই জাগ জমকভাবে সম্পূর্ণ হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল মতিন মোল্লা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্ল্যা,আমির হোসেন,ডাস বাংলা মোবাইল ব্যাংক ম্যানেজার রুহুল আমিন স্বপন,উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল হোসেন,অমিত ভূঁইয়া,আবদুল আউয়াল মেম্বার,প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মহরম আলী,বাচ্চু মিয়া,ইউনুস মিয়া,যুবলীগ এর সভাপতি আবদুল হালিম,ইউনিয়ন যুবলীগ নেতা আমির হোসেন,আক্তার হোসেন,আবদুল কাদের,আফজাল হোসেন রনি,মোঃ সেলিম,শাহজালাল,আনোয়ার হোসেন, আল আমিন প্রমুখ।
উক্ত খেলাটি পরিচালনা করেন শাহপরান ও রাসেদুল ইসলাম।
কালিকাপুর বঙ্গবন্ধু পরিষদ বনাম ভূশ্চি বাজার অল ব্রাইট কোচিং সেন্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,
প্রথমে ভূশ্চি বাজার অল ব্রাইট কোচিং সেন্টার ১০ ওভার ৭৭ রান করতে সক্ষম হয়।
কালিকা পুর বঙ্গবন্ধু পরিষদ ব্যাটিং করতে গিয়ে শেষ পর্যন্ত ১ বলে ১ রানের দরকার ছিল,
ঐ ১ বলে ৪ রানে বাউন্ডারি হাঁকিয়ে জয় লাভ করেন কালিকা পুর বঙ্গবন্ধু পরিষদ ক্লাব।