লালমাইয়ে আশকামতা মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
ছাত্র ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়ন কল্পে শিক্ষক কমিটি অভিভাবক সমাজের ব্যাক্তিবর্গের সমন্বয়ে বাল্য বিবাহ প্রতিরোধ যৌন হয়রানি বন্ধের লক্ষে ২০ জুন ২০২৩ ইং মঙ্গলবার সকাল ১০টায় আশকামতা মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে ছাত্রী অভিভাবক এর উপস্থিতিতে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল ওয়াদুদ তালুকদার এর সভপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার আ ন ম শাহ আলম।
উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ আমির হোসেন মেম্বার, বাগমারা দঃ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সওদাগর, যুগ্ন সাধারণ সম্পাদক ও বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন।
উক্ত অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন বরল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, আশকামতা মোহাম্মদিয়া মহিলা মাদরাসার অভিভাবক সদস্য মোঃ জামাল হোসেন , মোঃ মোকতার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন,শিক্ষক প্রতিনিধি মোঃ আবু ইউসুফ,মোঃ আবুল হাসান সহ ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন বলেন মাদ্রাসার উন্নয়ন লক্ষে আমি সকল কাজ করবো এবং আপনারা সকল সমস্যার কথা আমার সাথে সরাসরি বলবেন।