লালমাইয়ে আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) পাঠাগার ও স্বাধীন বাংলা ক্লাব পাঠাগারে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র বই উপহার
লালমাই প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে পাঠাগার”
“পাঠাগারে বই পড়ি, আলোকিত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) পাঠাগার মাননীয় অর্থমন্ত্রী, গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকার এর সন্মানে লালমাই প্রেসক্লাব ভবন, লালমাই, কুমিল্লায় অবস্থিত। এর ধারাবাহিকতার অংশ হিসেবে ২রা অক্টোবর বুধবার লালমাই উপজেলার কেন্দ্রীয় লাইব্রেরীতে বই উপহার দিয়ে পাঠাগারের সাথে যুক্ত হয়েছেন লালমাই উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল মালেক বি.কম. সাহেব তিনি আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) পাঠাগারে “চিরন্জীব” মুজিব শতবর্ষের স্মারকগ্রন্থ কৃষি মন্রণালয় গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকার ও জীবনানন্দ দাশ “বনলতা সেন” ইংরেজি রূপান্তর মেসবাহ মাহমুদ এর লেখা এই তিনটি বই উপহার দেন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (U.N.O) জনাব মো. ফোরকান এলাহি অনুপম তিনি প্রকৌশলী রিয়াজুল হক এর লেখা প্রোগ্রামিং, ইলেক্ট্রনিক্স, মেকানিক্স সবার জন্য “রোবটিক্স” বইটি উপহার দেন।
লালমাই উপজেলার গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম তিনি কুমার সুশান্ত সরকার-এর নন্দিত গ্রন্থ ” নারী যখন প্রতিবাদী” বইটি উপহার দেন। পাঠাগার ২টি পক্ষে বই গ্রহণ করেন আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) পাঠাগার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ মোঃ জয়নাল আবেদিন জয়,
সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল মজুমদার,পাইকপাড়া স্বাধীন বাংলা ক্লাব পাঠাগারের কোষাধ্যক্ষ প্রবীর চন্দ্র সিংহ।
আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) পাঠাগার ও স্বাধীন বাংলা ক্লাব পাঠাগার এর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।আপনাদের এ উপহার লালমাই উপজেলার কেন্দ্রীয় পাঠাগার ও স্বাধীন বাংলা ক্লাব পাঠাগারে বইগুলো শোভা পাবে।
সবার জন্য উন্মুক্ত।
সংগঠনটি সাংস্কৃতি বিষয়ক মন্রণালয় এর অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর কতৃক নিবন্ধন প্রাপ্ত
রেজিঃ নং- চট্র/কুমি/২৭
প্রতিষ্ঠানিক সদস্যঃ পাঠাগার আন্দোলন বাংলাদেশ।
বাস্তবায়ন সহযোগীঃ পাঠাগার আন্দোলন বাংলাদেশ, ধর্মসাগর পাড়, কুমিল্লা।
Leave a Reply