লালমাইয়ে উত্তর দৌলতপুর কিশোর - কিশোরী ক্লাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
লালমাই প্রতিনিধিঃ
১৭ই মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর - কিশোরী ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কিশোর - কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়, সঙ্গীক শিক্ষক বাউল তাহমিনা আক্তার, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে বক্তাগন আলোকপাত করেন।এছাড়াও বঙ্গবন্ধু নিয়ে লেখা সঙ্গীত ও কবিতা আবৃত্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।