অরুন কৃষ্ণ পাল, লালমাই (কুমিল্লা) প্রতিনিধিঃ
২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লার লালমাই উপজেলা অডিটোরিয়ামে মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার,লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মতিন, সহ সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ রওনক জাহান,মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ হাসনাত, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসার উজ্জ্বল চৌধুরী, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, উপজেলা সৎস্য অফিসার মহি উদ্দিন,পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মোতালেব হোসেন ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবদুল মন্নান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,উপজেলা জুনিয়র সহকারী মোঃ বাহার হোসেন,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোঃ মাহবুবুর রহমান,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মনু,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুব আলী,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী,উপজেলা সিএ মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচ্যসূচীতে উপজেলা আইন -শৃঙ্খলা কমিটির আলোচনায় বক্তাগন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা,অবৈধ অস্ত্র উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, খাল বা নদী খনন,মাদক দ্রব্য,জুয়া খেলা। বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ, বিবিধ নিয়ে আলোচনা হয়।