লালমাইয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন
লালমাই প্রতিনিধি:
৩০শে অক্টোবর সোমবার সকাল ১০টায় লালমাই উপজেলা র মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ভার্সোয়ালী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন উপলক্ষে কুমিল্লা জেলার লালমাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো: ফোরকান এলাহী অনুপম,লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হানিফ সরকার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা,সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান ভূঁইয়া, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয়,উপজেলা কৃষি অফিসার মো: আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদুল আলম খাঁন,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: লোকমান হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের মো: মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,উপজেলার বিভিন্ন শিক্ষা - প্রতিষ্ঠানের প্রধানগন, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।