লালমাইয়ে “উপজেলা মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মহা পরিকল্পনা প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) উপজেলা মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা ২৫ অক্টোবর ২০২৩ ইং বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত অফিসার,পেশাজীবী,অন্যান্য স্টেকহোল্ডার,উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দদের নিয়ে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
উক্ত মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার ও জেলা পরিষদের সদস্য মোঃ আমির হোসেন মেম্বার।
লালমাই উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তরে উপজেলা মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক এর প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুল ইসলাম,ডেপুটি টিম লিডার ড.শাম্মী আকতার সেতু,সিনিয়র পরামর্শক (জরীপ) ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রাব্বানী,সিনিয়র পরামর্শক আবদুল্লাহ আল মাসুদ,জুনিয়র পরামর্শক রওনক ইল মোতাকাব্বির চৌধুরী ও মোঃ নাঈমুল আনোয়ার মজুমদার।
Leave a Reply