লালমাইয়ে "উপজেলা মাস্টার প্লান প্রণয়ন ও প্রজেক্ট ওরিয়েন্টেশন" বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) " উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন ও প্রজেক্ট ওরিয়েন্টেশন" বিষয়ক ওয়ার্কশপ ৭ জুন বুধবার সকাল ১০টায় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ,উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ,পেশাজীবীবৃন্দ ও অন্যান্য স্টেকহোল্ডারগণের অংশগ্রহণে দিনব্যাপী ওয়ার্কশপ লালমাই উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাস্টার প্লান প্রণয়ন ও প্রজেক্ট ওরিয়েন্টেশন দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথি ও ওয়ার্কশপ উদ্বোধন করেন কুমিল্লা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
মাস্টার প্লান প্রণয়ন ও প্রজেক্ট ওরিয়েন্টেশন দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার,জনপ্রতিনিধি,পেশাজীবী,স্টেকহোল্ডার,সাংবাদিকবৃন্দ।
মাস্টার প্লান প্রণয়ন ও প্রজেক্ট ওরিয়েন্টেশন দিনব্যাপী ওয়ার্কশপ
উপস্থাপনায় ছিলেন গাজী মোঃ শাহীনুর,সিনিয়র প্ল্যানার,ইউএমআইডিপি।