লালমাইয়ে কৃষি অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কাজুবাদাম ও কফি উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
“মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে ১৯ জুলাই ২০২৩ইং বুধবার দিনব্যাপী কাজুবাদাম ও কফি গবেষণা,উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা অতিরিক্ত উপ-পরিচালক (কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুল্লাহ আল নোমান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও প্রশিক্ষক মোঃ মোহাইমিনুল ইসলাম, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ সহকারী অফিসার মোঃ আবদুল মান্নান মোল্লা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।
এসময় লালমাই উপজেলার প্রায় ৭০ জন কৃষকদের নিয়ে কাজুবাদাম ও কফি গবেষণা,উন্নয়ন ও সম্প্রসারণের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply