লালমাইয়ে গাউছিয়া মেডিকেল হলের আয়োজনে মিলাদ ও ছেমা মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
মাহবুবে ছোবহানী,গাউছে ছামদানী বড়পীর আবদুল কাদের জিলানী (রাঃ)স্বরনে “ফাতেহায়ে ইয়াজদাহাম” মিলাদ ও ছেমা মাহফিল গাউছিয়া মেডিকেল হলের আয়োজনে, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, লালমাই এর সহযোগিতায় ২৭ অক্টোবর শুক্রবার রাত ৯টায় উত্তর দৌলতপুর হাকীম সেলিম আহম্মদ মাইজভান্ডারীর বাড়িতে আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারীর লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাকীম সেলিম আহম্মদ মাইজভান্ডারীর সভাপতিত্বে ও নিজস্ব অর্থায়নে অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারি খলিফা আজিজুর রহমান, লালমাই উপজেলা শাখার সভাপতি আবদুল মন্নান মাইজভান্ডারি, সহ সভাপতি শরাফত আলী,সহ সম্পাদক রুহুল আমিন মাইজভান্ডারি,আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা আবদুল মন্নান মোড়ল,মোঃ ফয়েজ আহমেদ, জমিয়তে মাইজভান্ডারী আঞ্চলিক শাখার সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক রিপন সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বক্ত আশেকান বৃন্দ। মিলাদ,কেয়াম,দোয়া,মোনাজাত,ছেমা পরবর্তীতে তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply