লালমাইয়ে গৈয়ারভাঙ্গা এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সিলিং ফ্যান হস্তান্তর
মোহাম্মদ আনোয়ার হোসেন
১৫ই অক্টোবর রবিবার বেলা ৩টায় লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আহসান উল্লাহ মুজিব এর অর্থায়নে সিলিং ফ্যান হস্তান্তর করা হয়েছে।
সিলিং ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মাদ্রাসার সুপার মো: আবু জাফর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো: ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃআনোয়ার হোসেন মজুমদার, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বাগমারা দক্ষিণ ইউনিয়নের এ্যাম্বাসেডর সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাইনুল হোসেন,বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আনোয়ার হোসেন শাহপুরী প্রমুখ।
এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।