মোহাম্মদ আনোয়ার হোসনঃ
৩০শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায়
“আমরা কন্যা শিশু
প্রযুক্তিতে সমৃদ্ধ হবো
ডিজিটাল বাংলাদেশ গড়বো”
এ স্লোগান সামনে নিয়ে লালমাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু ও মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহীদুর রহমান,যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হারুনুর রশিদ, হিসাব রক্ষক অফিসার মোঃ মিজানুর রহমান মুন্সি।
উপজেলা শিল্প-কলা একাডেমির সাধারণ সম্পাদক ও কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক মোঃ বাহারুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা ও কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়, সঙ্গীত শিক্ষক বাউল তাহমিনা আক্তার,সঙ্গীত শিক্ষক বাউল রাসেল দেওয়ান, আবৃত্তি শিক্ষক ফেরদৌসী আক্তার লাবণী,জেন্ডার প্রমোটার শাহেলা আক্তার,সঙ্গীত শিক্ষক মোঃ তাজুল ইসলাম রাসেল,সঙ্গীত শিক্ষক রামিশা সালমা বাহার, সঙ্গীত শিক্ষক জনি বড়ুয়া, সঙ্গীত শিক্ষক ফাহিমা তাবাসসুম,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বিউটি রাণী সিংহ,নারী নেত্রী নাজমা আক্তার প্রমুখ।
Leave a Reply