লালমাইয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
“একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা, আমরা তোমাদের ভুলবো না”
এ স্লোগান নিয়ে ২৫শে মার্চ শনিবার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের হাঁড়াতলীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করেন। বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
এসময় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ কমান্ডা কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন,বীর মুক্তিযোদ্ধা বাবু যুতিষ্ঠি চন্দ্র সিংহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাছরীন আক্তার,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান, লালমাই থানা সাব ইন্সপেক্টর সাধন কান্তি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি – ২, বাগমারা শাখার ডিজিএম মোঃ খোরশেদ আলম, উপজেলা সমাজ সেবা অফিসার হ্যাপী আক্তার,উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ এমরান হোসেন,উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিল,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস,ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগন,বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক প্রমুখ।
জাতীয় গণহত্যা দিবসে বক্তাগণ ২৫শে মার্চ কালরাত্রিতে নিহত সকল শহীদদের স্মরণে বিনম্র জ্ঞাপন করেন।নতুন প্রজন্মকে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরার আহবান জানান।
Leave a Reply