লালমাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত
লালমাই প্রতিনিধি
"ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেবো যোগ্যজনে "এই প্রতিপাদ্যে কুমিল্লার লালমাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালি শেষে ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.জুনায়েদ কবীর খাঁন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা হ্যাপি আক্তার,মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ।
ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন ভোটার হতে সকল তথ্য উপাত্ত সঠিক ভাবে দেয়ার জন্য। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার বলেন এনআইডি অত্যন্ত গুরুত্বপূর্ন এখন থানায় জিডি করতেও এনআইডি লাগে বলে জানান।