মোহাম্মদ আনোয়ার হোসেন
২রা মার্চ বুধবার বেলা ১১টায় লালমাই উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাচন কমিশন কতৃক আয়োজিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করেন।
"মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার "
এ স্লোগান নিয়ে রেলী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এঁর সভাপতিত্বে রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান,মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দা সাদিকা সুলতানা,উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন জয়,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা বিভিন্ন বিভাগের অফিসারগন, উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাগন, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।