লালমাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
২৩শে জুলাই শনিবার সকাল ১০ টায় লালমাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্ত্বে স্থানীয় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে স্থানীয় মৎস্য চাষিদের অংশ গ্রহণে উপজেলায় চাহিদার মৎস্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ৪১৮ মেঃ টন,উপজেলায় মোট মৎস্য উৎপাদন হয়েছে ৪২১ মেঃ টন।
প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বিভিন্ন উপকরণ বিতরণ, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ বহুমুখী সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণে ফলে বিশ্বে বাংলাদেশ মৎস্য উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক রুপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক,উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব ও দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন,নির্বাহী সদস্য,জাতীয় দৈনিক মুক্তির লড়াই জেলা প্রতিনিধি ও দৈনিক রোহিতগিরি সম্পাদক মোঃ সানা উল্লাহ,উপজেলা মৎস্য চাষী মোঃ জয়নাল আবেদীন,মৎস্য চাষি মোঃ বাহার উদ্দিন সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিম্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply