লালমাইয়ে জাতীয় শোক দিবস স্মরণে স্বেচ্ছায় রক্তদান উদ্বোধন করেন কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন-দৈনিক লালমাই
লালমাই প্রতিনিধিঃ
১১ই আগষ্ট বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হসপিটালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ও মেডিসিন ক্লাব, কুমিল্লা মেডিকেল কলেজ এর উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনক জাহান এর সভাপতিত্ত্বে স্বেচ্ছায় রক্তদান শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মহি উদ্দিন,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাগমারা ২০ শয্যা হসপিটালের আরএমও ডাঃ সজিব ভট্টাচার্য, মেডিকেল অফিসার ডাঃ নিশিতা রহমান,ডাঃ সিরাজ জাহান,ডাঃ লিপি পাল,সাকমো ডাঃ এম রবিউল আলম,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের সদস্যগন, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ছাত্রী বৃন্দ,স্বেচ্ছায় রক্তদাতাগন সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।