লালমাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসনে
'সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমাই উপজেলা পরিষদের আয়োজনে ১৭ সেপ্টেম্বর ২০২৩ইং রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার পূর্বে র্যালী অনুষ্ঠিত হয়।র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পদক্ষিন করেন।এবং স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন মেলা স্টল পরিদর্শন করেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোসাঃ নাছরিন আকতার, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার হ্যাপি আকতার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ লোকমান হোসেন, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, পেরুল দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ রুবাই সহ উপজেলার নয়টি ইউনিয়ন এর মেম্বার,মহিলার, উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।