লালমাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধি
৯নভেম্বর বুধবার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ দিনব্যাপি ৩০টি স্টলের প্রদর্শনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃফোরকান এলাহি অনুপম।
উদ্বোধনের প্রারম্ভে বিদ্যালয়ের প্রাঙ্গনে র্যালি অনুষ্ঠিত হয়।
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”এ স্লোগান কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিস,উপজেলা ভূমি অফিস,লালমাই থানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস,লালমাই প্রেসক্লাব,উপজেলা কৃষি অফিস,উপজেলা প্রাণি সম্পদ অফিস,উপজেলা মহিলা বিষয়ক অফিস,উপজেলা যুব উন্নয়ন অফিস,উপজেলা সমাজসেবা অফিস,উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস,কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি-২(বাগমারা)অফিস,উপজেলা নির্বাচন অফিস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ,বাগমারা উচ্চ বিদ্যালয়,বাগমারা উচ্চ বালিকা বিদ্যালয়,হরিশ্চর স্কুল এন্ড কলেজ,হাজতখোলা উচ্চ বিদ্যালয়,দৌলতপুর উচ্চ বিদ্যালয়,গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়,প্রেমনল উচ্চ বিদ্যালয় সহ ৩০টি স্টল নিজস্ব আইডিয়া থেকে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করেন।
প্রদর্শনী শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ নাছরীন আক্তার,উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান,যুব উন্নয়ন অফিসার মোঃমনিরুল ইসলাম,লালমাই প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম ও সাধারণ সম্পাদক মোঃজয়নাল আবেদীন জয়।এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃকামরুল আহসান,বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমনির আহমেদ, লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃমোস্তফা কামাল মজুমদার,দপ্তর সম্পাদক মোঃআনোয়ার হোসেন,নির্বাহী সদস্য হালিম সৈকত,মোঃআলমগীর হোসেন,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন,স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ,বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষ ও ছাত্রছাত্রী বৃন্দ।
উক্ত প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেন বাগমারা উচ্চ বিদ্যালয়,২য় স্থান বাগমারা উচ্চ বালিকা বিদ্যালয়,৩য় স্থান দৌলতপুর উচ্চ বিদ্যালয়।
প্রিন্ট
Leave a Reply