লালমাইয়ে ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশনের অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন
লালমাই প্রতিনিধি
২৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩.১০মিনিটে বাগমারা বাজারস্থ জিরো পয়েন্টে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পার্শে ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন লালমাই উপজেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত ডিপ্লোমা চিকিৎসক দের বিরুদ্ধে বিভিন্ন সময় কিছু গনমাধ্যমে ও সামাজিক যোগাযোগ (ফেসবুকে) এর মাধ্যমে অপপ্রচার করায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন লালমাই উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ মো:সোলেমান মানববন্ধনে তার বক্তব্যে বলেন বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এ ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
সংগঠনের সহ সভাপতি ডাঃ ফয়েজ উল্লাহ ও ডাঃ সারওয়ার জাহান মাসুদ মানববন্ধনে বক্তব্যে চিকিৎসকদের বিরুদ্ধে গনমাধ্যম ও ফেসবুকে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এ ধরনের হলুদ সাংবাদিকদের বয়কটের আহবান জানাচ্ছি।
সংগঠনের সভাপতি ডাঃ এম রবিউল আলম মানববন্ধনে তার বক্তব্যে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমকে আমরা সাধুবাদ জানাই।কতিপয় নামধারী সাংবাদিক মোঃ আবুল কালাম মজুমদার সমাজের গন্যমাণ্য ব্যক্তি বর্গের সুনাম ক্ষুন করে অপসাংবাদিকতা করায় লালমাই উপজেলা বাসি ক্ষুব্ধ।বিভিন্ন সময় কিছু নির্দিষ্ট লোকের মাধ্যমে মাসোয়ারি চাঁদা দাবি করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এধরনের হলুদ সাংবাদিকদেরকে অবাঞ্চিত ঘোষনা করা হবে এবং উপজেলা নির্বাহী অফিসার,লালমাই থানার অফিসার ইনচার্জ ও লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মহোদয়কে এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্যে সু-দৃষ্টি কামনা করছি।
Leave a Reply