লালমাইয়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
৯মে মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে লালমাই উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ২৫৫জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ,ও ৩০ জন মেধাবী ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য ও কুমিল্লা জেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু জোতিষ সিংহ খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রোখসানা আকতার,উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহার এর অধ্যক্ষ জিনানন্দ মহাথের,বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সিংহ,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার দীলিপ চন্দ্র সিংহ,লালমাই উপজেলা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সংগঠনের সদস্য সুজিৎ সিংহ,অজয় সিংহ সহ ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ।
এসময়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ,ও বাই সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।
উক্ত শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমাই উপজেলা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সংগঠনের সদস্য শিমুল বড়ুয়া।