লালমাইয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার" এ প্রতিপাদ্য কে সামনে রেখে লালমাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৯-১৪ ডিসেম্বর ২০২৩ এ্যাডভোকেসি সভা ৩ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপঃ সহঃ কমিঃমেডিকেল অফিসার মোঃ মহব্বত আলী, ডাঃসঞ্জয় চন্দ্র পাল,পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শরীফ হোসাইন,মোঃ শাহদাত হোসেন,পরিবার কল্যাণ সহকারী খোরশেদা আকতার প্রমূখ।
সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিৎ সেন।